• বৃহস্পতিবার ০৯ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৬ ১৪৩১

  • || ২৯ শাওয়াল ১৪৪৫

হিলিতে সেমাই তৈরিকার খানায় ৪ জনকে জরিমানা   

প্রকাশিত: ১ এপ্রিল ২০২৪  

পবিত্র ঈদুল ফিতরকে সামনে অতিরিক্ত লাভের আসায় দিনাজপুরের হাকিমপুর হিলিতে লাইসেন্স বিহীন অবৈধ কারখানা গড়ে তুলে অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে সেমাই তৈরির অভিযোগে চারটি কারখানা মালিককে ৫৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১ এপ্রিল) দুপুর দুইটার দিকে উপজেলার খট্রামাধবপাড়া ইউনিয়নের চৌধুরী ডাঙ্গাপাড়া এলাকায় লাইসেন্স বিহীন ও অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন হাকিমপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লায়লা ইয়াসমিন। 

উপজেলা সহকারী কমিশনার ভূমি লায়লা ইয়াসমিন জানান, উপজেলার চৌধুরী ডাঙ্গাপাড়া এলাকায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কিছু অসাধু ব্যবসায়ী অতিরিক্ত লাভের আসায় লাইসেন্স বিহীন নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি করছে দীর্ঘ দিন থেকে এমন অভিযোগ রয়েছে। অভিযোগের ভিত্তিতে আজ ওই এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।

এসময় বিনা লাইসেন্সে অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে সেমাই তৈরি অভিযোগে চার জন কারখানা মালিককে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। 

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –